সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারীতে হত্যা মামলার আসামি আটক।

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

হাটহাজারীতে হত্যা মামলার আসামি আটক।
সুমন পল্লব
হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর মোহাম্মদ উল্লাহ (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি আবদুর রহমান (২৮), কে আটক করেছে।
বৃহস্পতিবার(১ডিসেম্বর) ভোরে তাকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে।
সে এই ইউনিয়নের ৯নং ওয়াডের চারিয়া ওয়াহেদ আলী তালুকদার বাড়ির বদিউল আলমের পুত্র। আটককৃতকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে।

হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার( ওসি) রুহুল আমিন সবুজ সত্যতা নিশ্চিত করে জানান এই মামলায় এজহার ভুক্ত মুল আসামী আরমানকে আটক করা হয়।এর ধারাহিকতায় আবদুর রহমানকে আটক করি।আটককৃত আসামীকে বিজ্ঞআদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯নভেম্বর বুধবার সকালে পুলিশ হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের চারিয়া পল্লী বিদ্যূতের সাব- স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ উল্লাহ( ২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। এই মামলায় গত ১০নভেম্বর এজহার ভুক্ত আসামী আরমানকে আটক করা হয়।এই হত্যার ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং-১২, তারিখ-০৯/১১/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। থানায় মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ মোহাম্মদ উল্লাহকে ডেকে নেওয়া মামলার এজাহারভুক্ত আসামি আরমান ও আবদুর রহমানকে আটক করে।