কুষ্টিয়ার মিরপুরে ২ ইউনিয়ন পরিষদের মেম্বরবৃন্দের শফথ অনুষ্ঠিত!
এম আনোয়ার হোসেন নিশি (০১-১২-২০২২) বৃহস্পতিবার ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ও ১৩ নং ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত ২৪ জন মেম্বরবৃন্দের শফথ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে ১১ টার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শফথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন। উল্লেখ্য গত বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে শফথ গ্রহন করেন ২ ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চিথলিয়া ইউপি চেয়ারম্যান এনামূল হক বাবলু এবং ধুবইল ইউপি’র একাধিক বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মাহবুর রহমান মামুন। নিশি- ০১-১২-২০২২