সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের ২য় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের ২য় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ!

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আমাদের দেশে কুরআন হাদিস ও পর্দাসহ দ্বীন প্রচার করছে কওমী মহিলা মাদরাসা গুলি। আর এ সকল মাদরাসা গুলি থেকেই হাফেজা ও আলেমা হচ্ছে হাজার হাজার মহিলা শিক্ষার্থী। ইসলামের মূল ভিত্তিস অনুযায়ী কুরআন সুন্নাহ্ মোতাবেক জীবন পরিচালনা করে আসছে এ সকল শিক্ষার্থীরা।

এরই মাঝে শিক্ষার মান বৃদ্ধিসহ কওমী মাদরাসা গুলির সঠিক কারিকুলাম বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড। প্রতি বছর ১ম সাময়িক/২য় সাময়িক/ বেফাকসহ ৬ বোর্ডের অধীনে পরীক্ষা ব্যতিত বাকী ক্লাস গুলির পরীক্ষা গ্রহণ করছে ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (৩০ নভেম্বর ২০২২) তারিখ সকালে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের সিরতা ইউনিয়নের চর ভবানী পুর, জয় বাংলা বাজারস্ত জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদরাসা)’র অস্থায়ী কার্যালয় থেকে ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২য় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রসহ পরীক্ষার বিভিন্ন কাগজ পত্র বিতরণ করেন উক্ত বোর্ডের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী শনিবার (০৩ ডিসেম্বর ২০২২) তারিখ থেকে একযোগে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের কওমি মহিলা মাদরাসা গুলিতে অনুষ্ঠিত হবে ২য় সাময়িক পরীক্ষা। সামনে উক্ত বোর্ডের নেতৃবৃন্দর পরামর্শ অনুযায়ী বিভিন্ন দিক বিবেচনা করে নতুন আঙ্গিকে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা যায়।

প্রশ্নপত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মঞ্জুরুল ইসলাম জামালী, মহাসচিব মুফতী নূরে আলম সিদ্দিকী, অর্থ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন প্রমূখ।