হাটহাজারীতে ২শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ!
সুমন পল্লব,
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি,
০১৮২৫-১০৫৮৯৫,
চট্টগ্রামের হাটহাজারীতে জীপ গাড়ী বোঝাই ২শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।
শুক্রবার ভোরে রাতে উপজেলা সীমন্তবর্তী নাজিরহাট তিন রাস্তা মোড় হতে এ কাঠগুলো জব্দ করা হয়।যার আনুমনিক মূল্য ৫০হাজার টাকা।
এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চোধুরী জানান,উপজেলা সীমানা নাজিরহাট তিন রাস্তার মোড় হইতে অবৈধ ভাবে পাচারের সময জীপ গাড়ী (চট্টমেট্রো-গ ৩২৩২) বোঝাই ২শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা।এসময় কাউকে আটক করা যায়নি।বন বিভাগের চেক কাম ষ্টেষনে গাড়ীসহ হস্তান্তর করা হয়েছে।মামলা প্রস্তুত চলছে।
এসময় অফিস সহঃ আশুতোশ দাশ,এফজি মেহেদী,এফজি মিলণ কান্তি মন্ডল সহযোগিতা করেন।