বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান!
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক যুগ্মসচিবকে পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (০২ ডিসেম্বর ২০২২) তারিখ বিকেল ৪ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আনুষ্ঠানিক ভাবে প্রদত্ত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম সাজ্জাদ।
বক্তব্য রাখেন জেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, সদরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার, রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুল প্রমূখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বুড়াপীড় মাজার মসজিদের মোয়াজ্জেম, গীতা পাঠ করেন রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য। বিদায়ী জেলা প্রশাসক ও পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হককে ক্রেষ্ট উপহার দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ড।