লোহাগাড়ায় ১ শ্রমিক নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম লোহাগাড়ায় একজন শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শামশুন্নাহার।
২ ডিসেম্বর বিকেলে উপজেলার বটতলী স্টেশনের দরবেশ হাট রোডে নবনির্মিত এমএ আজিজ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের শামশুন্নাহার (৩৫)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বটতলী স্টেশনের স্বনামধন্য ব্যবসায়ী এমএ আজিজ ব্যবসায়ীক কাজে বিদেশে আছেন। আপনাদের অবগত করতে চাচ্ছি যে আমার স্বামী সদর ইউনিয়নের ১নং ওর্য়াড়ের চৌধুরী সড়কের পাশে ২৬ শতক জমি কিনে দীর্ঘ ১৬ বছর যাবত ভোগ দখল করে আসছেন । কিন্তু বিদেশে থাকার সুবাধে আজ ভোরে হঠাৎ মহামান্য আদালতে বিচারাধীন জায়গায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু’র নেতৃত্বে একদল সন্ত্রাসী রড সিমেন্ট বালু এনে স্তুপ করে ২ শতাধিক সাঙ্গপাঙ্গ নিয়ে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করে দেন।
বিষয়টি আমরা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।
আমার স্বামীর দখলীয় জায়গা জোরপূর্বক দখলের চেষ্টায় প্রতিপক্ষরা যে কোন সময় অঘটন সহ এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় রয়েছে। প্রতিপক্ষের হুমকি-ধমকিতে আমার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।