মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কটিয়াদীতে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

মোঃ মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদীতে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ই জানুয়ারি (বৃহস্পতিবার) কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুস্তাকুর রহমান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিকী, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ-সন্ত্রাস বিষয়ে জনসচেতনতা,বাল্য বিবাহ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, সাস্থ্য ও বাসস্থান প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।