সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

জনগনকে সাথে নিয়ে নতুন চমক দিতে প্রস্তুত চট্টগ্রাম ১৩আসনের এনডিএম দলের মনোনীত প্রার্থী- মোঃ এমরান চৌধুরী!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

চট্টগ্রাম ব্যুরো:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।
চলতি মাসের ১৪ তারিখ বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “মহান আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি, আমাদের লক্ষ্য ১৫১ আসন।” লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “নির্বাচনের আগে আমরা জাতীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় গণমাধ্যমের সামনে প্রথম পর্যায়ের ৩০ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এনডিএম এর যুগ্ম মহাসচিব এবং দলের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোমিনুল আমিন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ এবং ঢাকা-৬, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন
পারভেজ খান ঢাকা-১৩, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা চাঁদপুর-৩,বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার-৪, শাহাদাত হোসেন চাঁদপুর-৪, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান মেহেরপুর-২, নুরুল আমিন লিটন চাঁদপুর-২, মোঃ এমরান চৌধুরী চট্রগ্রাম-১৩, মোজাফফর হোসেন দিনাজপুর-৩,মিজানুর রহমান জামালপুর-৫, ডা.লিয়াকত আলী টাঙ্গাইল-৮, দিদারুল ইসলাম নড়াইল-২, সানোয়ার হোসেন গাইবান্ধা-৪ সহ অন্যান্য সংসদীয় আসনে প্রার্থীদের নাম এসময় ঘোষিত হয়।নাম ঘোষনার পর অন্যান্য জেলার মতোই জনগনের দৌরগোড়ায় পৌছাতে জনবান্ধব নানা কর্মসূচী করে যাচ্ছেন চট্টগ্রাম ১৩ আসনে এনডিএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ এমরান চৌধুরী। সংবাদ মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোঃ এমরান চৌধুরী বলেন “বর্তমান সরকারের নেতাকর্মীরা জনগনের আস্থা হারিয়ে ফেলেছে। তরুনরা চায় অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমার আসনে আমি যদি নির্বাচিত হতে পারি প্রবীনদের বুদ্ধি ও তরুনদের শক্তিকে সমন্বয় করে হিংসার রাজনীতি পরিহার করে সকলের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে তুলবোন ইনশাল্লাহ। জনগনকে সাথে নিয়ে নতুন চমক দিবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।

“আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে যারা অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেটে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়েছে, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে তাঁদেরকে সাধারন মানুষ আর ক্ষমতায় চায় না।
মানুষ দু’বেলা পেট ভরে খেতে চায়, ব্যাংকে রাখা আমানত নিরাপদে থাকুক সে নিশ্চয়তা চায়। গুম, খুন, হামলা-মামলা থেকে মুক্তি চায়। মানুষের ন্যায় দাবীর পক্ষে আমি কাজ করতে চাই। আগামী নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই সাধারন মানুষ আমাকে তাদের
ভোটের রায় দিয়ে সেবা করার সুযোগ দিবেন”।চট্টগ্রাম-১৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯০নং আসন।চট্টগ্রাম-১৩ আসনটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা এবং কর্ণফুলি উপজেলা নিয়ে গঠিত। চট্টগ্রাম ১৩আসনের এনডিএম মনোনীত প্রার্থী-মোঃ এমরান চৌধুরী’র আসনটি বর্তমান ভূমিমন্ত্রীর নির্বাচনি এলাকা। এই এলাকায় তরুন রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু তিনি পরিচিত

তার চেয়ে বেশি একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত। সাধারন মানুষ আগামীতে রাজনৈতিক নেতা হিসেবে বা সমাজকর্মী হিসেবে সাধারন মানুষ মোঃ এমরান চৌধুরী’কে পাশে রাখতে চায় বলে ধারনা অনেকের।