মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

গুনি শিক্ষক ভবেন্দ্র নাথ রায় আর নেই।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শাখাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, ভবেন্দ্র নাথ রায় বৃহস্পতিবার রাত ১১ টায় ১০ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কালীগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার সাবেক শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ২নং মদাতী ইউনিয়ন এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব লিখেন, প্রিয় শিক্ষক এর আত্মার শান্তি কামনা করি।
যুবলীগ নেতা জনবন্ধু আবু হানিফ চয়ন শোক প্রকাশ করে লিখেন,আত্মার শান্তি কামনা করছি।
জাগোনিউজ এর সাংবাদিক জিতু কবির লিখেন,
স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাকে প্রাইভেট পড়িয়েছেন দীর্ঘদিন। যেমন শাসন করতেন তেমনি স্নেহও করতেন।
এছাড়া ও আরো অনেকই শোক প্রকাশ করেছে।