পটিয়া খলিলুর রহমান বালিকা স্কুলে অভিভাবক সমাবেশে মেয়র আইয়ুববাবুল- শিক্ষার্থীদের সু- শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে!
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতাঃ- পটিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার সুয়োগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহা সড়কে পরিণত হয়েছে দেশ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃক্তি, বছরের প্রথম দিন বিনামুল্যে বই, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করেছে। করোনা মহামারিতে দেশব্যাপী বিনামুল্যে টিকা প্রদান করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই শিক্ষককের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানদের সু- শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান।
তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা বিস্তার রোধকল্পে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সুরক্ষার নিমিত্তে মাক্স বিতরণ এবং উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক’র সভাপতিত্বে ও শিক্ষক বিপ্লব ভট্টাচার্য পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মহিলা কাউনসিলর বুলবুল আকতার, স্কুল পরিচালনা কমিটির সদস্য নুর নাহার জালাল, শিক্ষক সনজয় কান্তি দে, আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলমসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।