মাগুরা জেলা প্রতিনিধি,
মোঃ সাকিব খান,
অভিনন্দন
অভিবাদন রইলো গংগারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেটারদের প্রতি শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে পরাজয়ের জন্য ।আগামীর জন্য শুভকামনা।
ফাইনালে শালিখা উপজেলার গংগারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়কে ২৫ রানে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মহম্মদপুর উপজেলার ধুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয় ।
আর এ জয়ের মাধ্যমে দলটি বিভাগীয় পর্যায়ে পেৌছে গেলো ।
ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে মারমুখী ভংগিমায় ব্যাট করতে থাকে ধুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেটাররা, গংগারামপুর স্কুল ক্রিকেটারদের ক্যাচ ও ফিল্ডিং মিসের মহড়ায় মাত্র ৫ ওভারে ৮৫ রান তোলে ধুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়।
পাহাড়সম রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম মারমুখী ছিলো গংগারামপুর দলটি ৩ ওভারে তোলে ৪৪ রান ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ২ ওভারে ৪০ রানের প্রয়োজনে কামব্যাক করতে পারেনি দলটি ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় । এছাড়া মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়,মাগুরা সদর । দলটি শেষ বলের নাটকীয়তায় পরাজিত করে বুনাগাতি গালর্স,শালিখাকে।
১৮ জানুয়ারি ২০২৩ বুধবার ৫১ তম শীতকালীন জেলা পর্যায়ের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে সকাল থেকে ব্যাটমিন্টন,ভলিবল ও ক্রিকেট অনুষ্ঠিত হয় জেলার চারটি উপজেলার মধ্যে বিজয়ী দলগুলোকে নিয়ে।