সুমন পল্লব,
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ফের কৃষি জমি ভরাট ও মাটি দিয়ে মহাসড়ক দখল করায় দায়ে নাজিম উদ্দিন (৪২)নামে এক ব্যাক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম।
প্রশাসনের সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম সরেজমিন গিয়ে দেখতে পায়, কৃষি জমি ভরাটের পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে মাটি দিয়ে রাঙ্গামাটি মহাসড়কের বেশ কিছু অংশ দখল করে রাখা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের একটি দল অভিযানে মেখল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফের কৃষি জমি ভরাট ও মাটি দিয়ে মহাসড়ক দখল করার দায়ে উত্তর মেখলের আবদুল গফুর পুত্র মো. নাজিম উদ্দিনকে সড়ক পরিবহন আইন ২০১৮ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ অভিযুক্তকে তাৎক্ষণিক নগদ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, “কৃষি জমি সুরক্ষা ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। সে মোতাবেক হাটহাজারীতে বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজকের অভিযানটিও তার অংশ। কৃষি জমি সুরক্ষা ও মহাসড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ইতিপূর্বে একই স্থানে মাটি ভরাটের কাজ বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। অথচ নিষেধ অমান্য করে পুনরায় জমি ভরাট ও রাঙ্গামাটি মহাসড়কের মূল অংশের ৩/৪ ফিট পর্যন্ত দখল করে রেখেছে একটি চক্র।
এ অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বিক্রম চন্দ্র ভূইয়া ও থানার ফোর্স, মেখল ১ নম্বর ওয়ার্ড মেম্বার রাশেদুল আলম ও ৩ নং ওয়ার্ড মেম্বার মানুনুর রশিদ।