বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

লোহাগাড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্য আটক!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ

শুক্রবার (২০ জানুয়ারি ) সন্ধ্যায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ডাকাতেরা হল বাগেরহাট মান্দা এলাকার মৃত ইউসুফ বিশ্বাসের পুত্র মানিক বিশ্বাস (৪০) বর্তমান ঠিকানা দোহাজারী রেলওয়ে কলোনী, সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগড় এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোঃ হোসেন (৩৮) এবং বাগেরহাট কচুয়া গজালিয়া থানার বর্তমান পটিয়া গুচ্ছিগ্রাম এলাকার মৃত আজহার মৃধার পুত্র আলমগীর (৫০)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরি এলজি, ৩টি লম্বা কিরিচ, ২টি হেস্কু ব্লেড, লোহার কোড়াবারি ১টি, সেলাই রেঞ্জ ১টি গিয়ার চাকু এবং ১টি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুন্নবী,এসআই শরীফুল ইসলাম পিপিএম , এসআই আলমগী বৃহস্পতিবার ২০ জানুয়ারী ভোর আনুমাণিক ৩ টায় উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার দরবেশ হাট রোডস্থ মজিদার পাড়া শেখ আহমদের বাড়ির দক্ষিণ পার্শ্বের এলাকায় অভিযান চালিয়ে কৌশলে তাদের আটক করে।আটককৃত ৩ ডাকাত আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন এলাকায় গরু ও বাড়িঘর ডাকাতি করে আসছিল। হয়তো লোহাগাড়ায়ও কোন না কোন এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। বাকি আরও ৭ জন সিএনজি টেক্সি যুগে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।