শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়ার মাতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমার গ্রামের বাড়িতে তার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুমার কুলখানি অনুষ্ঠানে মেয়র লোকমান হোসেন ডাকুয়া, থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য ইমাম হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আনোয়ার হোসেন ভূঁইয়া, হাফিজুল ইসলাম নান্না, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও তোমার কুলখানি অনুষ্ঠানে ৬-৭ হাজার মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়ার মাতা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জানুয়ারি রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছিলেন।