সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

শার্শায় ভূয়া ছাত্রলীগ কমিটি ঘোষণার নেপথ্যে রহিম সরদার।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

শার্শায় ভূয়া ছাত্রলীগ কমিটি ঘোষণার নেপথ্যে রহিম সরদার।
রবিউল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
শার্শায় উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাহ্মরিত শাশা উপজেলা ছাত্রলীগের একটি আংশিক কমিটি ঘোষণা হয় যা সাবেক উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আব্দুর রহিম সরদার প্রথম তার ফেসবুক আইডিতে শেয়ার করে। এরপর উৎসুক নেতা-কমীরা জেলা নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে জানতে পারে তারা কোন কমিটি ঘোষণা দেইনি। অধিকতর খোঁজ খবর নিয়ে জানা যায়,একটি মহল পরিকল্পিত ভাবে স্বাহ্মর জাল করে কমিটি ঘোষণা করেন। এরপর পরই জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যে কমিটি ঘোষণা করেনি সেটা নিশ্চিত করেন। একটি সুত্র থেকে জানাযায় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পদের স্বাক্ষর জাল করে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি আব্দুর রহিম সরদার উপজেলা ছাত্রলীগের ভুয়া কমিটি প্রকাশ করেছেন।বেশ কিছু অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সুত্রে জানা যায় যুবলীগ কর্মী তোজাম্মেল হক ওরফে তোজাম হত্যা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আব্দুর রহিম এছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতির পরিচয় দিয়ে দীর্ঘ দিন মাদক ব্যবসা ,অস্ত্র ব্যবসা ,টেন্ডারবাজি,চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন।
এ বিষয়ে জানার জন্য উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আব্দুর রহিম সরদারের ফোনে একাধিক বার কল দিলেও সংযোগ মেলেনি।