বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পটিয়ার ছনহরা মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ সম্পন্ন!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

 

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতাঃ- চট্টগ্রামের
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়াস্থ হযরত মোখলেছুর রহমান (র:) এর বার্ষিক ওরশ ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বাদে ফজর খতমে কোনআন, বাদে আসর খতমে গাউছিয়া, তাওয়াল্লাদে গাউছে মাইজভান্ডারী, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা মাইজভান্ডারী ছেমা মাহফিল ও কাউয়ালী অনুষ্ঠিত হয়। মোহাম্মদ এখলাছ আলমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আওলাদে পাক মোস্তজেম-এ দরবার কেএম আবদুল গণির পরিচালনায় বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক আবু তাহের, মো. আবদুল জলিল, মো. আবদুল মন্নান, মো. জামাল উদ্দিন, মো. শহীদুল ইসলাম, মো. শাহজাহান, মো. ইসহাক, অরুন কুমার মিত্র, মো. জাফর উদ্দিন, মুকুল চন্দ্র দে, শিক্ষক মওলানা মো. বাহাদুর, মো. খাইরুল ইসলাম, মো. জাফর উদ্দিন, আবু তালেব, মো. ইকবাল, সমাজসেবক ওসমান আলমদার, মো. আবদুল রাজ্জাক আলমদার, মো. রিজুয়ান আলমদার প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া,চট্টগ্রাম।
০১৮১৯-৩৪৯৪৪২