বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাঁথিয়ায় উপজেলা আওয়ামীলিগের সাবেক সভাপতি মোজাম্মেল খানের ইন্তেকাল।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

 

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ-

 

পাবনার সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি,পাবনা জেলা আ’লীগের সদস্য,বিআরডিবির সাবেক চেয়ারম্যান,গৌরীগ্রাম উচবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক,সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং উপজেলার বিল মহিষারচর গ্রামের মরহুম মল্লিক খাঁনের ছেলে মোজাম্মল হক খান (৭৯) শুক্রবার (২০ জানুয়ারী) বিকেল ৪টায় ঢাকা শ্যামলী সেন্ট্রাল ইটারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুত গভীর শোক ও শোকসোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি,পাবনা জেলা ও সাঁথিয়া উপজেলা আ’লীগ, পৌর আ’লীগসহ অঙ্গসংগঠনের নেতাবৃন্দ,সাঁথিয়া প্রেসক্লাব এবং সাঁথিয়া ফাউন্ডপশন। শনিবার সকাল ১১টায় উপজেলার গৌরীগ্রাম মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে গৌরীগ্রাম কবরস্থানে তাঁকে দাফন করা হবে।