নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে তিনটি ভারতীয় গরু আটক করেছে ১৬ বিজিবি টহল দল। নিতপুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোরে সীমান্তের ২৩০/৫০(আর) নিতপুর দিয়াপাড়া এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গরুগুলি আটক করেন। মনে করা হচ্ছে ওই সময় চোরাকারবারির দল গরুগুলি ভারত থেকে নিয়ে আসছিল। বিজিবি টহলদল পরিত্যাক্ত অবস্থায় গুলি আটক করেন। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পর নায়েব সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে বিজিবি সদস্যরা শতর্ক থাকার কারণে গরুগুলি আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।