নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে স্বাস্থ্যসম্মত ফলমূল শাকসবজি খাবার সরবরাহ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি (শনিবার) বিকাল ৪ টায় জনউদ্যোগ রাজশাহী কর্তৃক আয়োজিত স্বাস্থ্যসম্মত শাকসবজি খাবার সরবরাহ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, অধ্যক্ষ রাজকুমার সরকার, নারী নেত্রী সেলিনা বানু, সমাজসেবক ব্রজেন্দ্র নাথ প্রামানিক, শিক্ষক নেতা সন্তোষ কুমার, রনজিৎ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ জীবনধারা, স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের ব্যাপার। আমরা জনউদ্যোগ সে ব্যাপারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি’র লক্ষে কাজ করছি। বিভিন্ন সময় সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে নানা কর্মসূচি দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় সামাজিকভাবে সুস্থ জীবন ধারণের জন্য স্বাস্থ্যসম্মত ফলমূল শাকসবজিসহ অন্যান্য খাবার সরবরাহ যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন বক্তারা। এই বিষয়ে বক্তারা সুন্দর ও সাবলীল ভাষায় বলেন, সুস্থ জীবনধারায় ফরমালিন মুক্ত খাবার সরবরাহের করা হোক। করোনা পরবর্তী বিভিন্ন দায়বদ্ধতার প্রেক্ষিত স্বাস্থ্যসম্মত ফলমূল ও শাকসবজি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তুলে ধরে বক্তারা বলেন, যে সকল সরকারি দপ্তর এই বিষয়গুলোর উপর মনিটরিং করেন, তাঁরা আরও আন্তরিকভাবে কাজগুলো করবেন বলে আমরা আশাবাদী। আমরা বিষযুক্ত খাবার আর খেতে চাই না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ এরুপ বিষ যুক্ত খাবার খেয়ে হুমকি মুখে পড়ছে। এখনই সচেতন না হলে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে।