স্টাফ রিপোর্টার,
মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
আজ শনিবার দুপুরে রাজারহাট উপজেলা সমকাল সুহৃদ সমাবেশ এর উদ্যোগে ও রাজারহাট প্রেসক্লাব এর সহযোগীতায় এতিম, প্রতিবন্ধী, ভিক্ষুকসহ ৫শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রাজারহাট প্রেসক্লাবে কম্বল বিতরণের উদ্ধোধন করেন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ব্যাংক কর্মকর্তা বাদশা মিয়া।
এছাড়া কম্বল বিতরণ অনুষ্ঠানে সমকাল প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সুহৃদ সমাবেশ সদস্য প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সরওয়ার হোসেন, রেজাউল হক, মাসুদ রানা, রাশেদুল, কুইক, মামুন, আতাউর, র্যাবেন, তন্ময়, রবিউল, নাঈম, ছালাউদ্দিন, সংগীতা রানী, প্রীতিলতাসহ অনেকে উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের ১২৮ বছর বয়সী বৃদ্ধ শহর আলী। তিনি বলেন,“এই জাড়ত খুব কষ্টে আছনুং বাহে, কম্বলের জন্যে কত জায়গায় গেইছং, কাইঁয়ো মোক একখ্যান কম্বল দেয় নাই। তোমার সমকাল হামাক ডাকে আনি কম্বল দিলেন”। তিনি এরজন্য দোয়া করেন।
নাজিমখানের দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ আলী জানান, কোন মেম্বার-চেয়ারম্যান হামাক কম্বল দেয় না, সমকাল সুহৃদ হামাক কম্বল দিলো, এল্যা এইখ্যান গাত দিয়্য আরামে রাইতত ঘুম পারবের পাইমো।
কিসামত পূনঃকর গ্রামের বৃদ্ধা আফলা বেওয়া (৯০) বলেন, খ্যাতা গাত দিয়্যা জাড়ের রাইত শ্যাষ হবার চায় না, এল্যা কম্বল পাওয়াতে মোর অনেক উপকার হইবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বলেন, সমকাল ও রাজারহাট প্রেস ক্লাবের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অবদান রাখছে এটা সত্যিই আনন্দের বিষয়।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন, রাজারহাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এ ধরনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্ম আগামিতেও অব্যাহত রাখবে বলে আশা করছি।
প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুন যদু বলেন, ভিক্ষুক, এতিম ও প্রতিবন্ধীসহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত।