হাতিয়ায় সংরক্ষিত সূর্যমুখী বনে দুটি বানর অবমুক্ত!
মোঃ হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলা নলচিরা রেঞ্জ কর্তৃক সংরক্ষিত সূর্যমুখী বনের উপযুক্ত পরিবেশে ২ টি বানর অবমুক্ত করা হয়।
সোনাইমুড়ী এবং ভাষানচর থেকে উদ্ধারকৃত বানর দুটি শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলার সূর্যমুখী কমলার দীঘির পর্যটন এলাকায় ছেড়ে দেয়া হয়।
জানা যায়, গত ২০ নভেম্বর সোনাইমুড়ী এবং ভাষানচর থেকে ১টি ছোট ও আরেকটি বয়স্ক বানর উদ্ধার করে স্থানীয় বনবিভাগ। পরে বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী’র নির্দেশক্রমে বানর দু’টিকে হাতিয়ার সূর্যমুখী সংরক্ষিত বনে এনে অবমুক্ত করেন, নলচিরা রেঞ্জ।
উপজেলার নলচিরা রেঞ্জের জামসেদ উদ্দিন সিদ্দিক বন রক্ষক বলেন, বন এবং হরিণের জন্য বানর খুব উপকারী। দুষ্টচক্রের হাত থেকে বাগান রক্ষা এবং বাগের আক্রমণ থেকে হরিণ রক্ষার ক্ষেত্রে বানর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, হরিণের খাদ্য সংগ্রহে বানর বাগানবৃক্ষে উঠে ছোট ছোট ডাল ভেঙ্গে দেয়, এতে হরিণের খাদ্য সংগ্রহে বেশ উপকার হয়। তাই প্রতিটি বাগানে দু’চারটি করে বানর ছেড়ে দেয়া দরকার বলে মনে করেন এ বন রক্ষক।