বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ এবং মাদকসেবীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল!

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

রাশেদুল ইসলাম সিনিয়র রিপোর্টার জামালপুর জেলা ঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসারকে ক্ষমতার অপব্যবহারকারী ও দূর্ণীতিবাজ আখ্যায়িত করে তার অপসারণ এবং মাদক সেবীদের গ্রেফতারের দাবীতে নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) সকালে সরিষাবাড়ী পৌরসভার সামনে প্রধান সড়কে সরিষাবাড়ী নাগরিক কমিটি সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে। পরে একটি ঝাড়ু মিছিল পৌরসভার সামনে থেকে বের হয়ে সরিষাবাড়ী কলেজ রোড়, মুক্তিযোদ্ধা সংসদ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে এসে মানববন্ধন করে। পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে ইউএনও কে অবসারণ দাবি করে বক্তব্য দেন সরিষাবাড়ী নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট শহীদুল ইসলাম, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল মাষ্টার, পোগলদীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, ডোয়াইল ইউপি সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলআমিন হোসাইন শিবলু, সহ সভাপতি আরিফুল ইসলাম, আবির হোসেন, ছাত্রনেতা মারুফ, আমজাদ হোসেন প্রমূখ। সরিষাবাড়ী নাগরিক কমিটির কর্মসূচীতে বক্তারা সরিষাবাড়ী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে এমপি সমর্থকদের হামলার ঘটনায় প্রকল্পের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান জনিসহ ৪জন আহত হয়। বক্তারা মাসুদুর রহমান জনি’র দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এ উপজেলাকে মাদকমুক্ত ঘোষনার দাবী করেন। এ ছাড়াও ক্ষমতার অপব্যবহারকারী, দূর্নীতিবাজ উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার অপসারণের দাবি করেন সরিষাবাড়ী নাগরিক কমিটি। কর্মসূচীতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আলোচনা সভায় সরকারদলীয় নেতারা সরিষাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাঁর অপসারণ দাবি করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও বুধবার (১১ জানুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামীলীগ নেতারা বলেন উপমা ফারিসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২১ সালের ২৯ আগস্ট সরিষাবাড়ীতে যোগদান করেন। গত ১৬/০৪/২০২২ ইং তারিখ সকাল ৭টার দিকে ইউএনও’র কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটে। আগুনে তাঁর কক্ষের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে গেলেও তদন্ত কমিটি ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট কে দায়ী করে। এ ছাড়াও গতবছরের ১৬ আগস্ট হতে ইউএনও উপমা ফারিসা অতিরিক্ত এসিল্যান্ডের দায়িত্ব পান। তার দায়িত্বকালীন ১৮ ডিসেম্বর রাতে উপজেলা ভূমি অফিস ও পার্শ্ববর্তী কামরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে চুরি হয়। উপজেলা ভূমি অফিসের দুটি জানালার গ্রিল ও একটি আলমারির তালা এবং ইউনিয়ন ভূমি অফিসের কলাপসিবল গেট, একটি দরজা ও তিনটি আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ ও চুরি করে নেয় চোরচক্র। এরপর আবারও ২৯ ডিসেম্বর রাতে ভূমি অফিসে পুনরায় চোর প্রবেশের চেষ্টা চালায়। অগ্নিকাণ্ড ও বারবার রহস্যজনক চুরির ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে, উপমা ফারিসা সরিষাবাড়ীতে যোগদানের পর সরকারি দপ্তরের কোনো তথ্য পাওয়া যায়না বলে সাংবাদিকরা অভিযোগ করেছেন। তথ্য অধিকার আইনানুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করলেও বিভিন্ন প্রকল্প হরিলুটের ঘটনা ধামাচাপা দিতেই কোনো তথ্য প্রদান করা হয় না। তথ্যের জন্য আবেদন করলেই গণমাধ্যমকর্মীদের হয়রানির শিকার হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ অভিযোগ করেন, সরিষাবাড়ীতে বর্তমানে যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, তিনি মারাত্মক ঘুষখোর ও দুর্নীতিবাজ, তাঁর কারণে ইউপি চেয়ারম্যানরা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। ইউএনও’র বিভিন্ন অপকর্মের জন্য সামনের নির্বাচনে নৌকার ভোট কমে যাবে বলে তাঁর অপসারণ দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তাই এ ব্যাপারে কিছু বলতে চাই না।