বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

শ্রীনগরে ৪ দোকানে অগ্নিকান্ড ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকার!

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

মোঃতারিকুল ইসলাম,

শ্রীনগরে ৪টি দোকানে অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানুয়ারি শনিবার বিকেল সাড়ে চারটায়।শ্রীনগর উপজেলার শ্রীনগর থানা উত্তর পাশে মিথেন ট্রের্ডাস
সংলগ্ন দেউলভোগ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর দেউলভোগ বাজারের শাহজাহান মিয়ার পাইকারী মুদির দোকান সহ মিরাজের মুদির দোকান,মমিনুদ্দিনের অটোরিক্সার গ্যারেজ আগুনে পুরোপুরি পুড়ে যায়। এসয় জনির ফ্রিজের গোডাউনের আংশিক পুড়ে যায়।মিথেন ট্রের্ডাসের মালিক শাহজাহান বলেন, কেরোসিন ৪ ব্যারেল যার মূল্য ১ লক্ষ টাকা, সয়াবিন চার ব্যারেল ১ লক্ষ ৫০ হাজার টাকা, পাম্প ওয়েল ৮ ব্যারেল, মবিল তিন বেড়েল ১ লক্ষ ৮০ হাজার টাকা, ডিজেল ১২০০ লিটার ১ লক্ষ ৫০ হাজার টাকা, ময়দা ৬০ বস্তা ২ লক্ষ ১০ হাজার টাকা, চাউল ৪৫ বস্তা ১ লক্ষ ৫৭ হাজার ৫ শত টাকা, ডাল ৪৫ রস্তা ২ লক্ষ টাকা অন্যান্য মোদির সামগ্রী ২ লক্ষ টাকা ,নগদ ৫ লক্ষ টাকা সর্বমোট ২০ লক্ষ টাকা। খবর পেযে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকান মালিকরা দাবী করেন, অগ্নিকান্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মাহফুজ বিরেন জানান, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।