বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

৫৯বিজিবি কর্তৃক চকপাড়া সীমান্তে ৩০০ বোতল ফেন্সিডিল আটক!

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জঃ

গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২১ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় চকপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছুকনাগড় মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।