বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ভ্রাম্যমাণ আদালতের মামলার কাগজ পত্র না দেওয়ায় গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে ভুক্তভোগীদের ডিসির কাছে অভিযোগ।

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালত কর্র্তৃক সাজার মামলার জাবেদা নকল সরবারহ ও সত্যায়িত কপি না দেওয়ায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলমের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসকের অভিয়োগ করেছে ভুক্তভোগী ছয়টি পরিবার।
রোববার(২২ জানয়ারী) বেলা ১১ টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কাছে করা হয়। অভিযোগকারীরা অভিযোগে উল্লেখ্য করে যে, মামলা আপিলের জন্য বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জাবেদা নকলের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম শাখা রাজশাহী কালেক্টরেট রাজশাহী বরাবরে আবেদন করা হয়। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম শাখা রাজশাহী কালেক্টরেট গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনওর) নিকট সত্যায়িত কেস নথি সরবরাহের জন্য প্রেরণ করে।সত্যায়িত কাগজ পত্র সরবারহের জন্য প্রাপ্তির পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম সত্যায়িত করে হয়নি।
ভুক্তভোগী ছয়টি পরিবার গুলো কাগজপত্র দেয়ার জন্য গেলে(ইউএনও) জানে আলম বলেন যে,ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মামলার জরিমানার টাকা প্রদান না করিলে সত্যায়িত কেস নথি প্ররণ করা হবে না বলে তিনি জানান।