ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় রুবেল আলী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।একই সাথে তাকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। রোববার(২২ ডিসেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রুবেল রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর দিঘা মিয়াপাড়্রা এলাকার তোফাজ্জলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন,২০২০ সালের ১৮ জুলাই শহরের হরিপুর মিয়াপাড়া মহল্লায় র্যাবের অভিযানে হেরোইনসহ আটক হন রুবেল। এ ব্যাপারে ওইদিনই সদর থানায় মামলা করেন র্যাবের উপপরিদর্শক তারিফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক জিন্নাতুল ইসলাম ২০২০ সালের ৩১ জুলাই রুবেলকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।