সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

চাঁপাইনবাবগঞ্জে ১২৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, একটি অপারেশন দল ২৩ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ৪:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহীবাগ এলাকার রাজমহল হলের পূর্ব দিকে মনিরুল ইসলাম এর গোডাউনের ভিতর কামালের অটো গ্যারেজের ভিতর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল-১২৩ বোতল, সহ আসামী মোঃ নবাব আলী দুলাল (৪০), পিতা-মৃত কলিম উদ্দিন, মাতা-মোসাঃ বাতাসা বেগম, সাং-সুলতানগঞ্জ (মাজার গেট), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, মোঃ জুয়েল রানা (২৭), পিতা-মোঃ আব্দুল মমিন, মাতা-মোসাঃ জুলেখা বেগম, সাং-চাঁদলাই (বাগান পাড়া), থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যাক্ত গোডাউন থেকে ফেন্সিডিল লেনদেন করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।