ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে নবনির্বাচিত জেলাপরিষদ চেয়ারম্যান কে সংবর্ধনা প্রদান!
ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট খান সাইফুল্লাহ পনির কে সম্বর্ধনা প্রদান করা হয়। শনিবার সকাল দশটায় ঝালকাঠি পুরাতন কলেজ খেয়াঘাট রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবার রহমান তালুকদার ভাইস চেয়ারম্যান ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন পান্না সেক্রেটারি ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলসিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, হোসনে আরা মান্নান জেলা পরিষদ সদস্য, মাহমুদা বেগম ইসি সদস্য, এছাড়াও উপস্থিত ছিলেন আজীবন সদস্য ও ঝালকাঠি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দরা।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা জানান এডভোকেট মাহবুবার রহমান তালুকদার ভাইস চেয়ারম্যান ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন পান্না সেক্রেটারি ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু ইসি সদস্য।
অনুষ্ঠানের প্রথমে কুরআন তেলাওয়াত করেন যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মোঃ রাকিব হোসেন।
বক্তব্য রাখেন আজীবন সদস্য হাবিবুর রহমান মুন্সী,
আরো বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মারুফা আক্তার, সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ খান, সহ আজীবন সদস্যবৃন্দরা। যুবরেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা সব সময় তাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য নবনির্বাচিত জেলা চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির বলেন আমি সব সময় আত্ম মানবতার সেবায় রেড ক্রিসেন্ট এর পাশে ছিলাম ভবিষ্যতে সব সময় পাশে থেকে সাধারণ মানুষের সহযোগিতা করে যাব।