মানুষের সেবা করতে আর আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি, জহিরুল ইসলাম খোকন!
মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
তার রাজনীতির হাতেখড়ি হয়েছিল ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড করার মাধ্যমে। দলের খারাপ সময় গুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।যদিও দলের ভালো সময় গুলোতে কিছুই পায়নি।তাও করে যাচ্ছেন মানুষের সেবা করে যাচ্ছেন রাজনীতি। বলছিলাম সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন এর কথা। সামাজিক কর্মকাণ্ড গুলোতে তার সহযোগিতা চোখে পরার মতো।গতকাল সোনারকান্দী মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে এক ওয়াজ মাহফিলে তিনি বলেন,আমি কি পাবো, কি পাবো না এগুলো ভেবে রাজনীতি করি না।মানুষের সেবা করতে রাজনীতি করি এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি।