পাবনা জেলা কৃতি সুন্তান মাওঃ শামীম আহমেদ আন্তঃ মানবাধিকার ও গনমাধ্যম সংস্হার সভাপতি হিসাবে নির্বাচিত।
পাবনা প্রতিনিধি,
পাবনা জেলার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাঊড়ি গ্রামের মোঃ কাওছার আলী মন্ডলের ছেলে সাংবাদিক ইসলামি কলামিস্ট ও আলাচক বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা। তিনি আজ ৩ই ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০টার সময় আন্তর্জাতিক মানবাধিকার ও গনমাধ্যম সংস্হার রাজশাহী বিভাগ ০১কমিটির পাবনা জেলার সভাপতি হিসাবে নির্বাচিত হন। তার এই নির্বাচিত হওয়ায় সংস্হার পক্ষ হতে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানান সংস্থার মহাসচিব ।