সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রহিম নামের ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা! 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে আব্দুর রহিম নামের ১ব্যক্তির বিরুদ্ধে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
 ২৫ জানুয়ারি বুধবার  সকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানা যায়।
 এসময় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের অপরাধে মোঃ আব্দুর রহিম (৫২) নামের একজনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরাধের সাথে জড়িত কেএমবি ব্রিকস কে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এব্যাপারে সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।