সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়া থানা পুলিশের হাতে পলাতক ৬আসামি আটকঃ  অভিযানে ১৬শ পিস ইয়াবা উদ্ধার! 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের হাতে পলাতক ৬আসামি আটক হয়েছে।এবং ১৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৪জানুয়ারি মঙ্গলবার  দিবাগত রাত ও ২৫জানুয়ারি বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২জন মাদক ব্যবসায়ী, সিআর পরোয়ানাভুক্ত ০২জন আসামী এবং পুলিশ ও RAB এর যৌথ অভিযানে হত্যার মামলার ০২ জন আসামী সহ মোট ০৬ জন আসামী আটক হয় বলে জানা যায়।
সাতকানিয়া থানা পুলিশের অভিযানে আটককৃত রবিউল ইসলাম(২২) হচ্ছে  কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার হাজম পাড়ার  মোহাম্মদ রফিক ও   ছেনোয়ারা বেগমের ছেলে ,আব্দুর রহিম (৩৫) হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালী পাড়ার  মোঃ ইসমাইল হোসেনের ছেলে,
রহিম ও রবিউলের  পরিহিত প্যান্টের পকেট হতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে  ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১৬০ গ্রাম, মূল্য অনুমান (১৬০০´৩০০)=৪,৮০,০০০/-(চার লক্ষ আঁশি হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়।
আটককৃত আসামী মোঃ হারুনুর রশদি হচ্ছে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের হাশিম পাড়া এলাকার কবিরআহাম্মদ এর ছেলে,পরোয়ানাভুক্ত মোঃ নাছির উদ্দিন হচ্ছে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া এলাকার রমজান আলী  প্রকাশ গুরা বাবার ছেলে,
সাতকানিয়া থানা পুলিশ এবং RAB এর যৌথ অভিযান পরিচালনায় আটককৃত আসামি  মোঃ শওকত প্রঃ শওকত হোসনে (২৫) হচ্ছে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের  ৭নং ওয়ার্ডের শাহার পাড়া পূর্বের ফকির পাড়ার গোলাম মোহাম্মদ প্রঃ মোহাম্মদ মিয়া ও আনােয়ারা বেমের ছেলে, আটক আসামি  মোঃ সাইফুল (২৫) হচ্ছে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছনি পাড়ার  আব্দুর রশদি প্রঃ লেংড়া মৌলভী এর ছেলে বলে জানা যায়।
আটককৃত  আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন,
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান এর দিক নির্দেশনায়,
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে সাথে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।