নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় এক বছর বয়সের ১৬০টি আমরুপালী আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া মৌজার জালুয়া মাদ্রাসার দক্ষিণ পাশের আম বাগানের গাছগুলি কেটে ফেলেছে তারা। লীজসূত্রে বাগানের মালিক জালুয়া গ্রামের মৃত জান মোহাম্মাদের ছেলে মোকছের আলী জানান, তিনি ২০২২ সালের শুরুতে পুরইল গ্রামের মাহমুদুন্নবীর স্ত্রী হাজেরা বেগম ও তার ভাতিজা জোবায়ের হোসেনের কাছ থেকে জমি লীজ নিয়ে ১৮৫টি আমগাছ রোপন করে আম বাগান শুরু করেন। এর মধ্যে ১৬০টি তরতাজা আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। তিনি আরও জানান, এক সপ্তাহ আগে তার বাড়ির পাশে রাখা খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তিনি কয়েক লক্ষ টাকা লোকশানের মধ্যে পড়বেন বলে জানান। তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করেন স্থানীয় প্রশাসনের কাছে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ভুক্তভোগি এব্যাপারে থানায় একটি অভিযোগ করেছেন । তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।