সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ও মাদক পাচারকারীসহ ৮অপরাধীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
২৮জানুয়ারি শনিবার দিবাগত রাত ও ২৯জানুয়ারি রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালগাঁও পশ্চিম পাড়ার মালেকের বাপের বাড়ীর আব্দুল খালেক ও শেকনু তাজের ছেলে মিনহাজ উদ্দিন(১৯), সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ উজ্জ্বল(২৮), পিতা-মোঃ বারেক র্সদার, মাতা-মঞ্জিলা বেগম, গ্রাম- দক্ষিণ বিলাসখান (সর্দার বাড়ী, ওয়ার্ড নং- ০৫,) , থানা- পালং, জেলা -শরীয়তপুর এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে কালো কস্টেপ দ্বারা মোড়ানো কালো পলিথিনের ভিতর রক্ষিত ১১০০পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১১০ গ্রাম, মূল্য অনুমান (১১০০´৩০০)=৩,৩০,০০০/-টাকাসহ গ্রেফতার করা হয়,
সাতকানিয়া থানাধীন কেরানীরহাট বাজারস্থ হোটেল মেহফিল এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী চৌধুরী আলম(৫১), পিতা-মৃত আলী মিয়া, স্থায়ী: গ্রাম- ছোট মহেষখালী (দক্ষিণ সিপাহীর পাড়া), থানা- মহেষখালী, জেলা –কক্সবাজার এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১টি কালো পলিথিনের ভিতর রক্ষিত কালো কস্টেপ দ্বারা মোড়ানো ১২০০ পিস ইয়াবা এবং আসামী আব্দুল্লাহ আল মামুন(২৪), পিতা-মোঃ সৈয়দ নুর, মাতা-রশিদা বেগম, স্থায়ী: গ্রাম- ডেইলপাড়া (আব্দুর রহিম মেম্বারের বাড়ির পার্শ্বে, ওয়ার্ড নং- ০৭,) , থানা- উঁখিয়া, জেলা -কক্সবাজার এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের বাম পকেট হইতে একটি কালো পলিথিনের ভিতর রক্ষিত কালো কস্টেপ দ্বারা মোড়ানো ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (১২০০+৯০০)=২১০০(দুই হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন-২১০ গ্রাম, যাহার সর্বমোট অনুমান মূল্য (২১০০´৩০০)=৬,৩০,০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়, সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মাহমুদুল হক (পুতু)(৩৮), পিতা-হাজী আবুল হাসেম, সাং-ছদাহা, জানারপাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়,
পরোয়ানাভূক্ত আসামী মোঃ মোজাম্মেল হক(৪২), পিতা-আবদুল মোনাফ, মাতা-মরহুম ছুফিয়া খাতুন, সাং-পূর্ব কাটগড়, বিওসির মোড়, ১১নং কালিয়াইশ ইউনিয়ন, ডাক-দোহাজারী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়, পরোয়ানাভূক্ত আসামী মোঃ নাছির(১৯), পিতা-মনির আহমদ, মাতা-জোহরা খাতুন, সাং-হলুদিয়া, মনিরার টেক জলুর বাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয় এবং পরোয়ানাভূক্ত আসামী মোঃ মিরাজ (২৫), পিতা-আহম্মদ ছফা, সাং-পূর্ব মাহালিয়া, ০৯নং ওয়ার্ড, বাজালিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।