সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসের চাপায় খদিজা বেগম ( ৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (২৯জানুয়ারী) হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের কাটিরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলা উপজেলার ২ নং ধলই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুরাদ হাজীর বাড়ির মোঃ আব্দুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খদিজা বেগমকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফুয়াদ বিন আজিজ মৃত বলে ঘোষণা করেন।