জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন জনবন্ধু আবু হানিফ চয়ন।
লালমনিরহাট প্রতিনিধিঃ
কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ জনবন্ধু আবু হানিফ চয়ন।
আজ আমাদের সকলের সুপ্রিয়, মাটি ও মানুষের নেতা মদাতীর জন নন্দিত নেতা জনবন্ধু আবু হানিফ চয়ন এর শুভ জন্মদিন।
- হাজারও যুবকের মনের আকাশের ধ্রুব নক্ষত্র,যার মুখের বুলি ও কলমের আচঁরে হাজার যুবকের প্রানে জাগে রক্তিম সাহস ও অনুভূতি।যার নেতৃত্বে মদাতীর তরুন যুব সমাজ ঐক্যবদ্ধ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক ও রংপুর মহানগর শ্রমিকলীগের ভাইস চেয়ারম্যান আবু হানিফ চয়ন ভাইয়ের জন্মদিনে, অন্তরের জমানো সকল ভালবাসা ও শ্রদ্ধা উজার করে দিলাম। শুভ জন্মদিন ভাই, শুভ হোক আগামী পথচলা।