মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া জেলা কারাগারের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত সজল দাস (৪৫) বগুড়ার শেরপুর পৌর শহরের দক্ষিণ শাহপাড়া এলাকার গয়েন দাসের ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। জেল সুপার আনোয়ার হোসেন জানান, ২০১৮ সালে মাদক সেবনের মামলায় ছয় মাসের জেল হয় সজলের। গত বছরের ১৪ ডিসেম্বর তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়। রবিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সজলকে দ্রুত শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া ছিলিমপুর(মেডিকেল) ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) রকিবুল হাসান বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।