মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা!
দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে তারা।
৪-৩-৩ ছকে পোল্যান্ডের বিপক্ষের একাদশে একটা বদল এনে খেলছে আর্জেন্টিনা। চোটের কারণে আনহেল দি মারিয়া নেই মূল একাদশে, সে জায়গায় নামানো হয়েছে সেভিয়ার উইঙ্গার পাপু গোমেজকে। প্রথম থেকেই বেশ জমাট রক্ষণে খেলছিল অস্ট্রেলিয়া, খেলছিল শরীরনির্ভর ফুটবল। কিন্তু ৩৫ মিনিটে অস্ট্রেলিয়ার রক্ষণব্যূহ ভেদ করে বাঁ পায়ের মাটিঘেঁষা মাপা শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।
বিশ্বকাপের নকআউট পর্বে এর আগে গোল করার রেকর্ড ছিল না আর্জেন্টাইন অধিনায়কের। এ বিশ্বকাপে সেটাও পাওয়া হয়ে গেল। আজ ক্যারিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।