সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারীতে চিরাইকৃত কাঠ জব্দ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • হাটহাজারীতে চিরাইকৃত কাঠ জব্দ!
    সুমন পল্লব,
    হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
    ০১৮২৫১০৫৮৯৫
    চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ এর সহযোগিতায় অবৈধভাবে পাচারের সময় চিরাইকৃত আকাশমনী ও গামারী কাঠসহ ৪ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ।

সোমবার (৫ডিসেম্বর) সকালে উপজেলার বাসষ্টেষন জিরো পয়েন্ট এলাকার সিএনজি ফিলিং স্টেশন সামনে থেকে পিকাপ বোঝাই (চট্টমেট্রো-ন-১১-০১০৪) ও নাম্বারবিহীন টমটমসহ ২০২ঘনফুট কাঠ জব্দ করা হয়।যার আনুমানিক মুল্য একলক্ষ টাকা।

আটককৃতরা হলেন মোঃ আজগর (২৪)আবু তৈ্যব(২৮),মোঃরবিউল হোসেন (২০) মোঃমামুন(২২) এর ফটিকছড়ি ঔ রাউজান উপজেলার বাসিন্দা।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মেহেদীসহ র‌্যাব-৭ সদস্যরা সহযোগিতা করেন।