সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবাসহ ০৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে।
৩০জানুয়ারি সোমবার দিবাগত রাতে ও ৩১,জানুয়ারি মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে ১৮শ পিস ইয়াবাসহ আটক করেন বলে জানা যায়।
আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী মনোয়ারা আক্তার মনি (২৬) হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালীর ঘোনার পাড়া এলাকার
মৃত জালাল আহম্মদ ও গুলতাজ বেগমের মেয়ে এবং রিফাত উদ্দিনের স্ত্রী।
মাদক ব্যবসায়ী মনোয়ারা আক্তার মনিকে(২৬) সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে
১০০০পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০০ গ্রাম, মূল্য অনুমান (১০০০´৩০০)=৩,০০,০০০/-টাকাসহ গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ী আব্দুল করিম(৩১) হচ্ছে মৃত সুলতান আহাম্মদ ও তাহেরা বেগম ছেলে
তিনি বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোছনিয়া নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ই, শেড নাম্বার- ৯৫২, রুম নং- ০৩, মাঝি- আব্দুল মোন্নাফ এলাকায় অবস্থান করে
এবং মাদক ব্যবসায়ী মোঃ শাহিন(২৭) হচ্ছে জালাল আহমদ ও নুর বেগমের ছেলে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোছনিয়া নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ, শেড নাম্বার- ৬৮৯, রুম নং- ০২, মাঝি- মোঃ সেলিম,) এলাকায় থাকে। তাদেরকে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার সংলগ্ন হাজি ছগির আহমদ অটো গ্যাস স্টেশনের সামনে হতে তাদের দেহ তল্লাশী করিয়া ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন-৮০ গ্রাম, যাহার অনুমান মূল্য (৮০০´৩০০)=২,৪০,০০০/-টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান এর দিক নির্দেশনা ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে সাতকানিয়া থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা যায়।