মোঃ রাসেল হুসাইন, নড়াইল জেলা প্রতিনিধি,
নড়াইল লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী ব্রাহ্মণডাঙ্গা শ্যামা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে জানালার গ্রীল ভেঙ্গে ১৭ টি ল্যাপটাপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সুত্রে যানা গেছে, গত বৃহস্পতিবার সরস্বতী পূজার ছুটিসহ সাপ্তাহিক দু’ দিন ছুটির কারনে বিদ্যালয় তিন দিন বন্ধ ছিল। রবিবার ( ২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এসে দেখতে পান ল্যাবের জানালার গ্রীল ভেঙ্গে ১৭ টি ল্যাপটাপ চুরি হয়ে গেছে।তাৎক্ষণিক চুরির বিষটি বিদ্যালয়ের নৈশ প্রহরী হুসাইন শেখকে জিজ্ঞেসাবাদ করেন। নৈশ প্রহরী হুসাইন জনান ছুটির ৩ দিনই রাত্রি কালীন সময়ে সঠিক ভাবে তিনি দায়িত্ব পালন করেছেন।তবে চুরির বিষটি তিনি জানেন না। পরবর্তীতে শিক্ষকরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াব মোল্যা ও স্থানীয় পুলিশ ফাড়িকে জানলে ঘটনা স্থালে পুলিশ এসে পরিদর্শন করেন।
স্থানীয়রা বলেন, স্কুল সাপ্তাহিক ছুটির কারনে ২ দিন বন্ধ ছিল। এবং চুরি হওয়া রুমের জালানা খোলা ছিল। রুমে যে তালাবন্ধ করেছে তার দায়িত্বে অনেকটা অবহেলা রয়েছে । বিষয়টি ক্ষতিয়ে দেখা জরুলী। আর চুরি রাতে না দিনে হয়েছে এ বিষয়ে নানাবিধ আলোচনা সমালোচনা চলছে স্থানীয়দের মাঝে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, চুরির বিষয়ে নৈশ প্রহরীকে জিজ্ঞেসা করলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারিনি। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।
নলদী ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম চুরির ঘটনায় নিশ্চিত করে বলেন, চুরির বিষয়ে তদন্ত চলছে।ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
লোহাগড়া থানার ইনচার্জ ( ওসি) মোঃ নাছির উদ্দীন বলেন, চুরির বিষটি রহস্য জনক। বিদ্যালয় কতৃপক্ষ একটি মামলা করেছে। বিষটি নিয়ে তদন্ত চলছে।