মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারী বনবিভাগর সাড়াশী অভিযানে কাঠ ও পাহাড়ে মাটি কাটার দায়ে আটক ১!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

হাটহাজারী বনবিভাগর সাড়াশী অভিযানে কাঠ ও পাহাড়ে মাটি কাটার দায়ে আটক ১!
সুমন পল্লব,
হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি,
০১৮২৫-১০৫৮৯৫
চট্টগ্রামের হাটহাজারী বনবিভাগের অভিযানে পাহাড়ে অবৈধভাবে মাটির কাটার দায়ে ডাস্পার ট্রাক (ফেনী ড- ১১-০৮০৫) সহ মোত্তার হোসেন নামে ১ ব্যাক্তিকে আটক করা হয়।

রবিবার রাতে হাটহাজারী রেঞ্জ সত্তা বিটের আওতায়ধীন রায়পুর ভগবান টেক এলাকা থেকে উত্তর বন সংরক্ষক মোস্তাফা আল হোসাইন নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতা এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মোত্তার হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া এলাকার আঁধার মানিক গ্রামের মৃত আবুল বশরের পুত্র।
এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত মাটিসহ ট্রাকটি নাজিরহাট ডিপোর হেফাজতে রাখা হয়।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া রবিবার রাতে উপজেলা ফরহাদাবাদ এলাকা হইতে বিভিন্ন প্রকারের চিরাইকৃত টেম্পুসহ আটক করা হয়।
এসময় ডিপো কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বিট ও রেঞ্জে সংশ্লিষ্ট কর্মকর্তা -কর্মচারীরা সহযোগীতা করেন।