দিগন্ত কুমার মল্লিক, বটিয়াঘাটা >>>
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জালালকে বটিয়াঘাটা প্রেসক্লাব ও ঝর্নাধারা উপকূলীয় সাংবাদিক কল্যান ট্রাস্টের পক্ষ থেকে যৌথ ভাবে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় থানার ওসির কার্যালায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবির আহমেদ খান, ঝর্নাধারা উপকূলীয় সাংবাদিক কল্যান ট্রাস্ট সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোল্লা ইমরান হোসেন সুমন, অপরাধ চক্র ব্যুরো চীফ মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক আরিফুজ্জামান দুলু,সিহাব উদ্দিন দোলন, কাজি আতিক, সাহেদুজ্জামান, মেঃ ইউছুপ আলীসহ থানায় কর্মরত সকল অফিসার উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ওসিকে পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ প্রদান করেন। অন্য দিকে সন্ধ্যা, ৬ টার সময় ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান ও সেকেন্ড অফিসার নুর ইসলাম এর নেতৃত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।