সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বেনাপোলে হুন্ডির ১৩ লাখ টাকা সহ হুন্ডি ব্যবসায়ী আটক!

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,
: যশোরের বেনাপোলে হুন্ডির ১৩ লাখ টাকা সহ আলমগীর (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৩১ শে জানুয়ারী) রাতে বেনাপোল
বলফিল্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর বেনাপোল পোর্ট থানার বলফিল্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেপ্টেন কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণে হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি পাচারকারী বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে, সেখানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা সহ তাকে আটক করা হয়।
আটককের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১