সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৬!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৬!

মোঃ রিয়াজুল ইসলাম (আলম) সাতক্ষীরা দেবহাটা

সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টমূলে ০৫ জন এবং সিআর ওয়ারেন্টমূলে ০১ আসামীসহ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে, বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৫/১২/২২ ইং তারিখ, দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে, এনজিআর-১০/২২ (দেবঃ) এর আসামী ১। আব্দুল মাজেদ সরদার (৭০), পিতা- মৃত খোদাবক্স মিস্ত্রী, ২। একতার হোসেন (৪৫), পিতা- আব্দুল মাজেদ, ৩। বাবুল হোসেন (৩৮), পিতা- আব্দুল মাজেদ, সর্ব সাং- শুশীলগাতি, জিআর-১০৬/২২ এর আসামী ৪। আসাদুল সরদার (২৮), পিতা- আশরাফ সরদার, সাং- দক্ষিন নাংলা, ৫। সামাদ গাজী (৩৮), পিতা- মৃত এনতাজ গাজী, সাং- নওয়াপাড়া, সিআর-৪৪/২২ (দেবঃ) এর আসামী ৬। নরেন্দ্র নাথ মন্ডল, পিতা- মৃত হাজারী লাল মন্ডল, সাং- দক্ষিন সখিপুর, সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে ইং-০৫/১২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মোবাইল নাম্বার, 01711973055