সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

জলঢাকায় নবীন বরন ও আলোচনা সভার আয়োজন করা হয়!

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ হামিদুর রহমান লিমন, নিজেস্ব প্রতিনিধিঃ

নীলফামারী জলঢাকায় গোলনা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে নবীন বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা ফেব্রুয়ারি বুধবার সকালে ১০ ঘটিকার সময় গোলনা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ হলরুমে ২০২৩/২৪ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থীদের বরন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত নবীন বরণ ও আলোচনা সভায় গোলনা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র আমিনুর রহমান ও ছাত্রী চম্পাকলির সঞ্চলনায় গোলনা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে অধ‍্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলনা ইউপির চেয়ারম্যান মশিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন গোলনা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য বিজয় কৃষ্ণ রায়, প্রভাষক আবু আছাদ, বজলুর রশীদ, স্বপন কুমার রায়, ফিরোজুল ইসলাম, ইমরুল কায়েস, সামউন মাহাদী, আমির হোসেন প্রমখু।

আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান সহ ২০২৩/২৪ শিক্ষা বর্ষের ১২০ ছাত্রছাত্রীকে ফুল দিয়ে বরন করা হয়।