সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

এসআইডি-সিএইচটি,ইউএনডিপি প্রকল্পের বিভিন্ন উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে মোঃ সাইফুল্লাহ!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

এসআইডি-সিএইচটি,ইউএনডিপি প্রকল্পের বিভিন্ন উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে মোঃ সাইফুল্লাহ!

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-

এসআইডি-সিএইচটি,ইউএনডিপি প্রকল্পের বিভিন্ন উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন,
শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ। ৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে কমলছড়ি উচ্চ বিদ্যালয়ে মেয়েদের আবাসিক হোস্টেলের অবস্থা পরিদর্শন পূর্বক তা যথাযথভাবে সংস্কারের পাশাপাশি মেয়েদের জন্য টয়লেট নির্মাণের লক্ষ্যে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধান শিক্ষক কক্ষে শিক্ষক ও এস‌এমসি কমিটির সদস্যদের সাথে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন।

পরবর্তীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়িতে প্রকল্পের আওতায় চলমান মিড-লেভেল সুপারভাইজিং ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও টিটিসির অধ্যক্ষ’র সাথে আলোচনায় ট্রেনিং এর বিস্তারিত খুজ খবর নেন এবং সকল প্রশিক্ষণার্থীর দৈনিক উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ডিস্ট্রিক্ট অফিসার, অন্যান্য অফিসার এবং উপজেলা ফেসিলিটেটরগণ উপস্থিত ছিলেন।