পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশও গড়তে সক্ষম হবো।
তিনি বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকে বিষয়টি নিয়ে নানা বিরুপ মন্তব্য করেছেন। বিশেষ করে বিরোধী দলের লোকজন টিটকারী মেরেছিল। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে। বদিউল আলম আরোও বলেন, সরকারের কোন সাফল্যই বিএনপির কাছে ভালো লাগে না। এমনকি নতুন বছরের বই দেওয়া নিয়েও তাঁরা সমালোচনা করে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না।
তিনি বলেন, নতুন বছরের নতুন বই পেয়ে আজকে শিক্ষার্থীরা আনন্দিত, উৎফুল্ল। আগামী নির্বাচনকে সামনে রেখে এই দেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সম্মান সমৃদ্ধি সব কিছু চিন্তা করে শেখ হাসিনার প্রতি বিশ্বাস রেখে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান বদিউল আলম। তিনি ১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে শীতার্তদের মাঝে কণ্বল বিতরণ অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু মোহাম্মদ দানেশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মোঃ আসিফ।উদ্বোধক ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা মোঃ সোহেল ইমরান, সাইফুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুল হক, মোহাম্মদ ইদ্রিস, হাজী নুরুল আমিন, মফিজুর রহমান, মোঃ মুসা, মোঃ রফিক, আবদুল মোনাফ, মোঃ বাদশা, মোঃ সোলেমান, হাবিবুর রহমান, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন।