বিশেষ প্রতিনিধি/
যত্রতত্র মাছ বাজার, তরকারি বাজার বসিয়ে কিছু কিছু লোকজনকে ম্যানেজ করে ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
টেকনাফের বেশির ভাগ ফুটপাত ধরে হাঁটার উপায় নেই। এখানকার রাস্তার দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট-স্থাপনা। ফুটপাত দখলে থাকায় পথচারীরা বাধ্য হন রাস্তায় নেমে চলতে। যত্রতত্র গাড়ি ও রিকশা পার্কিং তো রয়েছেই। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, কিছু কিছু লোকজনকে ম্যানেজ করেই ব্যবসা চালাচ্ছেন তারা।
টেকনাফ পুরাতন বাস স্টেশন চত্বর থেকে হাইস্কুলের মাঠ পর্যন্ত এসব ফুতপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, আমরা স্কুল, কলেজে যেতে অনেক ভোগান্তিতে পড়ি রাস্তাঘাটে যেভাবে যানজটের সৃষ্টি হয় তার জন্য দায়ী রাস্তার পাশে ভাসমান তরকারি ও মাছ বাজার যারা বসিয়েছেন।
এই বিষয়ে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, অতি শীঘ্রই অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।