সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কুতুপালং বঙ্গবন্ধু অলিম্পিক বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমার্ধে ৪র্থ খেলায় গোল শূন্য দুইদল!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

নুর মোহাম্মদ সিকদার:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং যুব ক্রীড়া সংঘের আয়োজনে “বঙ্গবন্ধু অলিম্পিক বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র প্রথম রাউন্ডে’র ৪র্থ খেলায় টান টান উত্তেজনার মধ‌্যদিয়ে নির্ধারিত সময়ে গোল করতে না পারাই গোল শূন‌্য ঘুমধুম ফুটবল একাডেমী ও কুতুপালং ইয়ং স্টার ফুটবল একাদশ।

বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪ টায় আলিফ হাসপাতালের পশ্চিমের মিনি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

কুতুপালং যুব ক্রীড়া সংঘের সভাপতি জানে আলম জানুর সভাপতিত্বে ও কুতুপালং যুব ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক সমাজ সেবক রাজনীতিক ব‌্যক্তিত্ব জনাব নুরুল হক।

বিশেষ অতিথি, কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক মোহাম্মদ আলী(সও:), কুতুপালং ৯নং ওয়ার্ডের যুবলীগের ত‌্যাগী নেতা তরুন সমাজ সেবক কুতুপালং এলাকার রত্ন জনাব আবছার উদ্দিন, কুতুপালংয়ের বিশিষ্ট ব‌্যবসায়ী সমাজ সেবক জনাব আলম খাঁন, বিশিষ্ট ব‌্যবসায়ী সাবের আহাম্মদ, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব‌্যবসায়ী জনাব মোহাম্মদ আবুল কালামসহ প্রমূখ।

এসময় আয়োজক কমিটির পক্ষে মিজান, আনিসুল মোস্তফা, জাহাঙ্গীর, একরাম,ইসমাঈল-১ মামুন, ইসমাঈল-২,জানে আলম, সালাহ উদ্দিন, রুবেল, নাছির , রিদুয়ান,মাহবুব আলম,হেলাল, আহাম্মদ উল্লাহ, মোঃ সোহেল,আবুল হাসেম, সাইফুল, আহাম্মদ উল্লাহ রিয়াদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে খেলায় অংশ গ্রহণ করেন ঘুমধুম ফুটবল একাডেমী বনাম কুতুপালং ইয়ং স্টার ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ে গোল করতে না পারাই গোল শূন‌্য ঘুমধুম ফুটবল একাডেমী ও কুতুপালং ইয়ং স্টার ফুটবল একাদশ।

খেলায় সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজনীতিক ব‌্যক্তিত্ব জনাব নুরুল হক।

উক্ত খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য সিরাজুল ইসলাম।